ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে আরো ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গাজায় নিহতের সর্বমোট সংখ্যা ৪৫ হাজার ১০০ জনে পৌঁছেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
যদিও অনেক আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন বলছে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বড়। এছাড়াও গেল বছরের অক্টোবর মাস থেকে চলা এ বর্বর হামলায় কয়েক লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানাচ্ছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে ২৪ ঘণ্টায় অন্তত ৩৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। এ নিয়ে গত বছরের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত নিহতের সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায়, দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অব্যাহত হামলায় কমপক্ষে আরো ১ লাখ ৭ হাজার ২৪৪ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানাচ্ছে, নতুন ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৩৮ জন নিহত এবং আরও ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
বাংলাবার্তা/এমআর