ছবি : সংগৃহীত
দখলদার ইসরায়েল এবার ইয়েমেনে হামলা চালিয়েছে। ইহুদি রাষ্ট্রটির বিমান হামলায় কমপক্ষে নয়জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে হুতিরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে হুতিদের ‘সামরিক লক্ষ্যবস্তু’তে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও একটি বন্দর নগরীতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হুতি সমর্থিত টেলিভিশন নিউজ আউটলেট আল মাসিরাহ টিভি জানিয়েছে, সালিফ বন্দরে ইসরায়েলি হামলায় সাতজন এবং রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় বাকিরা নিহত হয়েছেন। দুটি স্থাপনাই পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত।
এর আগে বৃহস্পতিবার সকালে ড্যানিয়েল হাগারি বলেছেন, রাতভর ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং গত ১৪ মাস ধরে বারবার হামলার পর ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামোসহ হুতিদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সানা ও বন্দর নগরী হোদেইদাহে 'আক্রমণাত্মক হামলা' চালানো হয়েছে। সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অন্যদিকে হোদেইদায় বন্দর লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এছাড়া, একটি তেল স্থাপনা লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে।’
বাংলাবার্তা/এমআর