ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরে গিয়ে একটি সীমানা প্রাচীরে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ জন যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়।
ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে এবং অনেকে আহত হয়।
দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযান চলছে। তবে এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
বাংলাবার্তা/এমআর