
সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করেছিল স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে টানা দুই দিন ধরে চলা অভিযানে নিরাপত্তা বাহিনী সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছে।
কী ঘটেছিল?
১১ মার্চ রাত ১টার দিকে বিদ্রোহীরা ট্রেনটি লাইনচ্যুত করে এবং যাত্রীদের জিম্মি নেয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানান, এ ঘটনায় ২১ জন নিরীহ যাত্রী প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, “এটি সন্ত্রাসবাদের একটি নৃশংস ঘটনা। তবে দ্রুত ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে আমরা সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করেছি এবং বিদ্রোহীদের কঠোরভাবে দমন করেছি।”
বেলুচিস্তানে নিরাপত্তা সংকট
বিদ্রোহী গোষ্ঠী বিএলএ দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা বেসামরিক নাগরিকদের ওপরও হামলা চালিয়ে আসছে।
অভিযানের সফল সমাপ্তি
টানা দুই দিন ধরে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের আস্তানায় হামলা চালিয়ে ট্রেনটি মুক্ত করে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দূরে বোলান জেলার মাশকাফ টানেলের কাছে এই হামলা ও উদ্ধার অভিযান পরিচালিত হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাবার্তা/এমএইচ