
ফাইল ছবি
বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত দেশ এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ট্রেন ছিনতাইয়ের মতো সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে একসাথে কাজ করার আহ্বানও জানান শেহবাজ।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) কোয়েটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যান্য প্রদেশের মতো বেলুচিস্তানের পরিবর্তন না হওয়া পর্যন্ত পাকিস্তান কখনই এগিয়ে যাবে না।’
বেলুচিস্তানের প্রত্যন্ত বোলান এলাকায় জাফর এক্সপ্রেসে হামলাকারীদের হাতে জিম্মি ৩৩৯ জন যাত্রীকে সফলভাবে উদ্ধারের জন্য সেনাপ্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনির এবং নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেহবাজ।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ট্রেনে হামলাকারী সশস্ত্র গোষ্ঠী পবিত্র রমজান মাসের পবিত্রতার কথাও ভাবেনি।’
সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আর এমন ঘটনা দেখতে চায় না।’
এ সময় সন্ত্রাসবাদের হুমকি নির্মূল এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য একটি কৌশল তৈরিতে সকল রাজনৈতিক শক্তিকে একসাথে বসার আহ্বান জানান শেহবাজ।
জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনার পর জনগণের সাথে সংহতি প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে কোয়েটা পৌঁছান।
মঙ্গলবার ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে জাফর এক্সপ্রেসে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এ সময় তারা গুলি ছুঁড়ে ট্রেনের যাত্রীদের জিম্মি করে। পরে নিরাপত্তা বাহিনী জিম্মিদের উদ্ধারে অভিযান চালানো শুরু করলে ৩৩ হামলাকারী নিহত হন।
মঙ্গলবার জাফর এক্সপ্রেসে হামলার ঘটনার দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
এদিকে, সকল জিম্মিকে মুক্ত করা হয়েছে উল্লেখ করে সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার আগেই সন্ত্রাসীদের গুলিতে ২১ জন যাত্রী নিহত হন। এছাড়াও, বোলান জেলার মুশকাফ এলাকায় হামলার সময় চারজন এফসি সদস্যও নিহত হন।
বুধবার (১২ মার্চ) উদ্ধার অভিযান সমাপ্ত হয় বলেও জানানো হয়।
সূত্র: জিও টিভি
বাংলাবার্তা/এমএইচ