
সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিষেধাজ্ঞার পরিধি আগের চেয়ে আরও বড় হতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। খসড়া তালিকা অনুযায়ী, ৪৩টি দেশকে এই নিষেধাজ্ঞার আওতায় আনার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন।
তিন স্তরের নিষেধাজ্ঞার পরিকল্পনা
প্রাথমিক খসড়ায় দেশগুলোকে তিনটি তালিকায় ভাগ করা হয়েছে:
- লাল তালিকা – সম্পূর্ণ ভ্রমণ নিষিদ্ধ (১১টি দেশ)
- কমলা তালিকা – কঠোর ভিসা বিধিনিষেধ (১০টি দেশ)
- হলুদ তালিকা – ৬০ দিনের পর্যবেক্ষণের সুযোগ (২২টি দেশ)
লাল তালিকাভুক্ত দেশগুলোতে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন রয়েছে। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে।
কমলা তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। তবে ধনী ব্যবসায়ীদের জন্য কিছুটা শিথিলতা থাকতে পারে। এই তালিকায় পাকিস্তান, রাশিয়া, মিয়ানমারসহ ১০টি দেশ রয়েছে।
হলুদ তালিকাভুক্ত ২২টি দেশকে ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা সমাধান না করলে তাদের লাল বা কমলা তালিকায় যুক্ত করা হতে পারে।
ট্রাম্প প্রশাসনের আগের নিষেধাজ্ঞা ও নতুন পরিকল্পনা
ট্রাম্পের প্রথম মেয়াদে দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতের বাধার মুখে পড়লেও পরে সুপ্রিম কোর্ট তা অনুমোদন দেয়। এবার নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি বৈষম্যমূলক এবং আন্তর্জাতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এ সংক্রান্ত খসড়া পর্যালোচনা করছেন এবং শিগগিরই চূড়ান্ত প্রস্তাব হোয়াইট হাউসে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাবার্তা/এমএইচ