
সংগৃহীত
কিউবায় জাতীয় গ্রিডে বড় ধরনের ত্রুটির কারণে শুক্রবার রাতে দেশটির অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় এক কোটি মানুষ অন্ধকারে দিন কাটাতে বাধ্য হয়।
দেশটির জ্বালানি ও খনি মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, রাত ৮টা ১৫ মিনিটে দিজমেরো সাবস্টেশনে সমস্যার সৃষ্টি হলে পশ্চিম কিউবার বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। পরবর্তী সময়ে তা জাতীয় গ্রিডে প্রভাব ফেললে পুরো দেশ বিদ্যুৎ সংকটে পড়ে।
সরকার পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেরামতের কাজ শুরু করেছে। তবে সিএনএনের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী হাভানাসহ বিভিন্ন শহর অন্ধকারে নিমজ্জিত, আর মানুষজন টর্চ লাইট নিয়ে চলাফেরা করছে।
দীর্ঘদিন ধরে কিউবা ভঙ্গুর অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটে ভুগছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিদ্যুৎ বিপর্যয় সরকারের অব্যবস্থাপনার আরেকটি প্রমাণ।
কিউবার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেই এই দুরবস্থার জন্য দায়ী করছেন। ট্রাম্প প্রশাসনের সময় দেশটির ওপর নিষেধাজ্ঞার মাত্রা আরও বাড়ানো হয়, যা জ্বালানি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে সমালোচকরা বলছেন, অবকাঠামোতে বিনিয়োগের অভাবই এই পরিস্থিতির জন্য মূলত দায়ী।
এটাই প্রথম নয়, গত অক্টোবরে কিউবায় প্রায় এক সপ্তাহ ধরে ভয়াবহ বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছিল। সেটি ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকট।
বাংলাবার্তা/এমএইচ