
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, গ্রিনকার্ডধারীদের জন্য অনির্দিষ্টকাল দেশটিতে থাকার সুযোগ থাকছে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির সংস্কার দরকার, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এই পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন।
ট্রাম্প প্রশাসন নতুন একটি অভিবাসন পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে ‘গোল্ড কার্ড’ নামক একটি নতুন ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই নতুন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেতে হলে পাঁচ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) বিনিয়োগ করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, এই নতুন নিয়ম চালু হলে যুক্তরাষ্ট্রের বিদ্যমান ‘ইবি-৫ প্রোগ্রাম’ বিলুপ্ত হতে পারে। বর্তমানে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের শর্তে গ্রিনকার্ড পেয়ে থাকেন।
এদিকে, অভিবাসন নীতির আরও কঠোর পরিবর্তনের আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, জন্মগত নাগরিকত্ব আইন পরিবর্তন নিয়েও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির ফলে বৈধ অভিবাসীদের ওপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাবার্তা/এমএইচ