
ফাইল ছবি
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (DNI) প্রধান তুলসি গ্যাবার্ড। রবিবার দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, এই বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার পর বৈঠককে "ইতিবাচক" বলে অভিহিত করেছে এক দায়িত্বশীল সূত্র।
সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্র
বৈঠকে দোভাল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে খলিস্তানপন্থী এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভারতবিরোধী কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই দেশই সম্মত হয়েছে যে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া হবে এবং উভয় দেশ পরস্পরকে নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করবে।
হাই-প্রোফাইল নিরাপত্তা সম্মেলনে তুলসি গ্যাবার্ড
ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান অংশ নিচ্ছেন আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে, যেখানে বিশ্বের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন অজিত দোভাল। এতে ‘কোয়াড’ জোটের (ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া) গোয়েন্দা প্রধানরাও অংশ নেবেন, পাশাপাশি জি-সেভেনভুক্ত (G7) দেশগুলোর প্রতিনিধি থাকার কথাও রয়েছে।
মোদি-তুলসীর আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গ
তুলসি গ্যাবার্ড গত মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রথম বিদেশি অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান-সংক্রান্ত বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছিল বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ভারত-মার্কিন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং বিশেষ করে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
বাংলাবার্তা/এমএইচ