
সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের পক্ষ থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করার পর, মোদি নিজেই এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
সোমবার, ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খোলার পর মোদি দুটি 'ট্রুথ' শেয়ার করেছেন। প্রথমে, তিনি তার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি লিখেছেন, "ট্রুথ সোশ্যাল-এ যোগ দিতে পেরে আমি আনন্দিত! এখানে উদ্যমী মানুষদের সঙ্গে মিথস্ক্রিয়া এবং ভবিষ্যতে অর্থপূর্ণ আলোচনায় অংশ নিতে অপেক্ষা করছি।"
দ্বিতীয় ট্রুথে, মোদি লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তার ৩ ঘণ্টার পডকাস্টের লিংক শেয়ার করেছেন। পডকাস্টে বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
মোদি তার প্রথম ট্রুথে ট্রাম্পকে ধন্যবাদ জানান, লেখেন, "ধন্যবাদ, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। এই ভিডিওতে আমি আমার জীবনযাত্রা, ভারতের সভ্যতা, বৈশ্বিক সমস্যা এবং আরও অনেক বিষয়ে আলোচনা করেছি।"
মোদি বলেন, তিনি ও ট্রাম্প উভয়ে নিজেদের দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। তাদের মধ্যে সম্পর্ক এমনকি জো বাইডেনের শাসনামলেও অটুট ছিল। মোদি আরও উল্লেখ করেন, “ট্রাম্প তার প্রথম মেয়াদে আমার প্রতি বিশেষ আস্থা দেখিয়েছিলেন। সেই সময়, তিনি হিউস্টনে আমাকে সময় দিয়েছিলেন এবং আমি তার সাহস ও আস্থা দেখে মুগ্ধ হয়েছিলাম।”
বাংলাবার্তা/এমএইচ