
ছবি: সংগৃহীত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দুই ঘণ্টা ফোনে আলোচনা করেছেন। গত মঙ্গলবার রাত ৮টার (বাংলাদেশ সময়) দিকে শুরু হওয়া এই ফোনালাপে, দুই নেতা যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা করেছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলাপের মূল উদ্দেশ্য ছিল রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি করানো। ট্রাম্প পুতিনকে ইউক্রেনের কিছু অঞ্চল দখলে ছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।
সিএনএন সূত্রে জানা গেছে, এই ফোনালাপের সময় ট্রাম্প পুতিনকে ইউক্রেনের বৃহৎ অঞ্চল এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণের ইঙ্গিত দেন। যদিও ট্রাম্পের এই প্রস্তাবের পরে রুশ প্রেসিডেন্ট পুতিন কিছু শর্ত দিয়ে জানান যে, তারা যুদ্ধবিরতিতে রাজি হতে প্রস্তুত, তবে সেই যুদ্ধবিরতি মূল সমস্যার সমাধান হওয়া উচিত এবং এর বিস্তারিত জানতে হবে।
এর আগে, চলতি মাসের শুরুতে ইউক্রেনও ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। তবে রাশিয়া এখনও এতে পুরোপুরি রাজি হয়নি। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তারা কেবল তখনই যুদ্ধবিরতিতে রাজি হবে যখন তাদের স্বার্থ সুরক্ষিত হবে।
এই আলোচনার ব্যাপারে হোয়াইট হাউস থেকে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবে ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো এক্সে পোস্ট করে জানান যে, 'আলোচনা চলছে'। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প এবং পুতিন ৯০ মিনিটের বেশি সময় ধরে কথা বলেছেন, যা শেষ হয় কিছু সময় পরে।
বাংলাবার্তা/এমএইচ