
ফাইল ছবি
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এখন পর্যন্ত ৪০৪ জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইলের এ নৃশংস হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি যুদ্ধবিরতি বজায় রাখার, মানবিক সহায়তা নিশ্চিত করার এবং আটক বন্দিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি।”
গুতেরেস ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়েছে। গাজার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ইসরাইল নতুন করে ভয়াবহ হামলা চালায়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলা আরও প্রাণঘাতী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ