
ছবি: সংগৃহীত
রাশিয়ার বিরুদ্ধে সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় করা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গুরুতর অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রাশিয়া চুক্তিটির শর্তাবলী 'বিকৃত' করেছে এবং বিশ্বকে প্রতারিত করার চেষ্টা করছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “দুঃখজনকভাবে, আলোচনার দিনেই রাশিয়া চুক্তিগুলোকে বিকৃত করতে শুরু করেছে। তারা বিশ্বকে ভুল তথ্য দিচ্ছে এবং মধ্যস্থতাকারীদের প্রতারণা করছে।”
এদিকে, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষই কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজ ব্যবহার বন্ধ করা এবং রাশিয়ার কৃষি ও সার রপ্তানি পুনরুদ্ধারের জন্য সহায়তা করা হবে।
ক্রেমলিনও এই চুক্তি নিশ্চিত করেছে, তবে তারা উল্লেখ করেছে যে, কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহার করা হবে, এরপরই চুক্তি কার্যকর হবে। তারা জানায়, ১৮ মার্চ থেকে ৩০ দিন ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই একে অপরের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা করবে না।
তবে জেলেনস্কি এই চুক্তির সঠিক প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্রেমলিন পুনরায় মিথ্যা বলছে, এবং যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করছে। তিনি বলেন, "হোয়াইট হাউসের বিবৃতিতে সবকিছু পরিষ্কারভাবে বলা হয়েছে, কিন্তু রাশিয়া সেই বিবৃতির বিপরীতে গুজব ছড়াচ্ছে।"
জেলেনস্কি আরও হুঁশিয়ারি দেন যে, রাশিয়া যদি আবার হামলা চালায়, তবে এর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, রাশিয়ার বর্তমান আচরণ যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।
তিনি বলেন, “রাশিয়ার পরবর্তী পদক্ষেপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। আমরা তাদের বিশ্বাস করি না, এবং এখন বিশ্বও রাশিয়াকে বিশ্বাস করে না।”
এদিকে, রাশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত জেলেনস্কির অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই কঠোর বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
বাংলাবার্তা/এমএইচ