
ছবি: সংগৃহীত
গাজার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার ফলে গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এবং আরও অনেকেই আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করে জানিয়েছে যে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির শিকার হচ্ছেন। ইউএনআরডাব্লিউএ (জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা) জানায়, প্রায় তিন সপ্তাহ ধরে কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে পারেনি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আরও কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৯১০ জন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে, এবং ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনিকে মৃত হিসেবে ধরে নেওয়া হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দি হন। ১৯ জানুয়ারি ২০২৪ সালের যুদ্ধবিরতির পর, ১৮ মার্চ থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় আবারও বিমান হামলা শুরু করে, এতে ৮৩০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন।
গাজায় চলমান এই সহিংসতার প্রেক্ষিতে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজি)-এ ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।
বাংলাবার্তা/এমএইচ