
ছবি: সংগৃহীত
মিয়ানমারের মান্দালয়ে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ৭৩২ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ভূমিকম্পের ফলে একাধিক ভবন ধসে পড়েছে। বিশেষ করে একটি নির্মাণাধীন ভবনে প্রায় ৩২০ জন শ্রমিক কাজ করছিলেন, যাদের মধ্যে ২০ জন লিফটের ফাঁকে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা এখনও জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।
এদিকে, ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের ব্যাংককসহ মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮১ জন।
তবে, মিয়ানমারের জান্তা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহত বা আহতের সংখ্যা প্রকাশ করেনি। জান্তাপ্রধান আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
উদ্ধার তৎপরতা চলছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ