
ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর উদযাপনের দিন নির্ধারিত হয়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ১১টি দেশে আজ রবিবার (৩০ রমজান) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, অন্যদিকে মিসরসহ ১৪টি দেশে আগামীকাল সোমবার (১ শাওয়াল) ঈদ পালন করা হবে।
আজ রবিবার যে দেশগুলোতে ঈদ উদযাপিত হচ্ছে:
শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।
কাল সোমবার ঈদ উদযাপন করবে যে দেশগুলো:
চাঁদ দেখা না যাওয়ায় মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া সোমবার ঈদ উদযাপন করবে।
ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালনের কারণ
বিভিন্ন দেশের ইসলামিক কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের দিন ঘোষণা করে থাকে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শনিবার চাঁদ দেখা যাওয়ায় তারা রবিবার ঈদ উদযাপন করছে। অন্যদিকে, মিসর, সিরিয়া, মরক্কো, লিবিয়া ও তিউনিশিয়ার মতো কিছু দেশে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় তারা রবিবার রমজানের ৩০তম দিন পালন করছে এবং সোমবার ঈদ উদযাপন করবে।
ইরাক ও লেবাননে দুই ভিন্ন সিদ্ধান্ত
ইরাকে সুন্নি এনডাওমেন্ট অফিস এবং শিয়া গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির কার্যালয় সোমবার ঈদের ঘোষণা দিয়েছে। তবে কুর্দিস্তান আঞ্চলিক সরকার শনিবার চাঁদ দেখে জানিয়েছে যে, তারা রবিবার ঈদ উদযাপন করবে। একইভাবে, লেবাননের সুন্নি কর্তৃপক্ষ রবিবার ঈদের ঘোষণা দিলেও শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রবিবার চাঁদ দেখে সোমবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে ঈদের সিদ্ধান্ত
বাংলাদেশে আজ রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা গেলে সোমবার ঈদ উদযাপন করা হবে, অন্যথায় মঙ্গলবার ঈদ হতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার সময় ও পদ্ধতি ভিন্ন হওয়ায় ঈদ উদযাপনের তারিখে পার্থক্য দেখা দেয়। তবে সবার জন্যই ঈদ আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আসে। মুসলিম বিশ্বে এই ভিন্নতা সত্ত্বেও ঈদের মূল উদ্দেশ্য শান্তি, সৌহার্দ্য ও আনন্দ ভাগ করে নেওয়া।
বাংলাবার্তা/এমএইচ