
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) থেকে সোমবার রাত পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দিনও গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরাইলের এই আগ্রাসনে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের জন্য।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘পবিত্র ঈদের দিনেও দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে, যাদের মধ্যে ছিল ঈদের পোশাক পরা শিশুরাও। এই হামলা ইসরাইলি বাহিনীর ফ্যাসিবাদ ও মানবিক মূল্যবোধের প্রতি চরম অগ্রাহ্যের প্রতিফলন।’
স্থানীয় সূত্র বলছে, ঈদের সকালে নামাজ শেষে শিশু ও নারী-পুরুষরা যখন স্বজনদের সঙ্গে দেখা করতে ব্যস্ত, তখনই ইসরাইলি ড্রোন ও যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আহত হয়েছেন অনেকে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরাইলের এহেন আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। তবে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। ফলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ