
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরেও ফিলিস্তিনিদের জন্য কোনো শান্তি নেই। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত দুই দিনে ৮০ জন নিহত এবং ৩০৫ জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১,০০১ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৫৯ জন আহত হয়েছেন। গাজার সামগ্রিক মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ৩৫৭ ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়।
ঈদের প্রথম দিনেই ৫৩ জন নিহত এবং ১৮৯ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী মূলত জনবহুল এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
১৫ মাসের সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে, সেনা প্রত্যাহার নিয়ে হামাস ও ইসরায়েলের মতানৈক্যের জেরে আবারও সহিংসতা শুরু হয়। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়ে আসছে।
বিশ্ব সম্প্রদায়ের নিন্দার মুখেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে, যা গাজার ফিলিস্তিনিদের মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
বাংলাবার্তা/এমএইচ