
ছবি: সংগৃহীত
গাজায় ইসরাইলের সামরিক হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সারা দিনব্যাপী চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৪২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৮৩ জন। এর ফলে গত অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫০,৪০০ জনের কাছাকাছি পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় আহতদের অনেককে হাসপাতালে নেওয়া সম্ভব হলেও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, কারণ টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা নিরাপদে ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলা আন্তর্জাতিক চাপে ১৯ জানুয়ারি বন্ধ হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও আক্রমণ শুরু করেছে ইসরাইল। এতে ১ হাজার ৪২ জন ফিলিস্তিনি নিহত ও ২,৫০০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। তীব্র খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব, ওষুধের ঘাটতিতে মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে উপত্যকাটি।
গত বছরের নভেম্বরেই আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এছাড়া গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা চলছে।
বাংলাবার্তা/এমএইচ