
ছবি: সংগৃহীত
ইলন মাস্ক শিগগিরই যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চলেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মাস্কের বিদায়ের বিষয়ে ট্রাম্প মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের নবগঠিত সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) এর দায়িত্বে ছিলেন। এই বিভাগের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় হ্রাস এবং কর্মীবহর কমানো। তার পরামর্শেই ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি বন্ধ করা এবং সরকারি চাকরিতে বড় ধরনের কাটছাঁটের মতো বিতর্কিত সিদ্ধান্ত নেয়।
সূত্র জানায়, ট্রাম্প মাস্কের কাজ নিয়ে সন্তুষ্ট থাকলেও দুজনই সম্মত হয়েছেন যে, এখন তার ফিরে যাওয়ার সময় এসেছে। ভবিষ্যতে মাস্ক হয়তো সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত থাকতে পারেন, তবে তার মূল মনোযোগ থাকবে ব্যবসায়।
মাস্কের বিদায়ের পেছনে প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতিও ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সহযোগীদের একাংশ মনে করেন, তার চঞ্চল সিদ্ধান্ত গ্রহণের ধরন প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করছিল।
বাংলাবার্তা/এমএইচ