
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক ও পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ‘গোল্ড কার্ড’ নামে নতুন এক উচ্চমূল্যের অভিবাসন ভিসা চালু করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে এক ঘোষণায় এই ভিসা উন্মোচন করেন তিনি।
এই ভিসার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ মিলিয়ন মার্কিন ডলার। এর বিনিময়ে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন, যা মূলত ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি বিলাসবহুল এবং সীমিত সংস্করণ।
ভিসার ডিজাইনে ট্রাম্পের মুখমণ্ডল এবং একটি দৃষ্টিনন্দন সোনালি কার্ডে ‘The Trump Card’ লেখাটি সুস্পষ্টভাবে সংযোজন করা হয়েছে। ভিসা প্রাপ্তির প্রক্রিয়া মাত্র দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমি নিজেই এই কার্ডের প্রথম ক্রেতা। এটা বেশ উত্তেজনাপূর্ণ!” তিনি আরও জানান, “এটি শুধু অভিজাত অভিবাসীদের জন্য নয়, বরং এর মাধ্যমে দেশীয় অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগেরও বড় সুযোগ তৈরি হবে।”
বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রে বিশাল অংকের বিদেশি মূলধন প্রবাহিত করতে পারে, তবে এতে ধনী এবং সাধারণ অভিবাসীদের মধ্যে বৈষম্য বাড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাবার্তা/এমএইচ