
ছবি: সংগৃহীত
বিশ্বের শীর্ষ ধনীদের নিয়ে ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন যেন বৈশ্বিক অর্থনীতির নতুন চিত্র এঁকে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। এক দশক আগেও এই সংখ্যাটি ছিল অর্ধেকেরও কম। শুধু সংখ্যা নয়, উল্লেখযোগ্যভাবে বেড়েছে তাঁদের সম্মিলিত সম্পত্তিও। যা এবার ১৬ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে।
ফোর্বসের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ধনকুবেরদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বের শীর্ষ ধনীদের এই তালিকায় দেশটির বিলিয়নিয়ারের সংখ্যা ৯০২ জন। এরপরেই রয়েছে চীন (৫১৬ জন) ও ভারত (২০৫ জন)। এই তিনটি দেশই মূলত বৈশ্বিক প্রযুক্তি, উৎপাদন এবং সেবা খাতের বড় চালিকাশক্তি হিসেবে পরিচিত।
বিশ্লেষকদের মতে, ধনকুবেরদের এই অভূতপূর্ব বৃদ্ধির পেছনে রয়েছে স্টক মার্কেটের উত্তাল গতি, প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং বাজারে পুঁজির বিপুল প্রবাহ। ফোর্বসের মতে, এই তালিকা তৈরির জন্য চলতি বছরের ৭ মার্চ পর্যন্ত স্টক প্রাইস ও কারেন্সি রেট ব্যবহার করা হয়েছে।
বিশ্বে ধনীদের প্রভাব ক্রমেই বাড়ছে। প্রযুক্তি, স্বাস্থ্য, ফিনটেক, কৃষি, এমনকি জলবায়ু প্রযুক্তির মতো উদীয়মান খাতেও এখন বিলিয়নিয়ারদের প্রভাব স্পষ্ট। ফোর্বসের প্রতিবেদনে আরও দেখা গেছে, নতুন করে তালিকায় যুক্ত হওয়া অনেক বিলিয়নিয়ার এসেছেন স্টার্টআপ ও প্রযুক্তি খাত থেকে।
এই প্রবণতা যেখানে একদিকে অর্থনৈতিক অগ্রগতির প্রতিচ্ছবি, অন্যদিকে ধনী ও গরিবের মধ্যে সম্পদের বিভাজন নিয়েও প্রশ্ন তুলছে অর্থনৈতিক বিশ্লেষকদের মাঝে।
সূত্র: ফোর্বস
বাংলাবার্তা/এমএইচ