
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে আমদানি শুল্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড। সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এক বিবৃতিতে জানিয়েছেন, বর্ধিত শুল্কের প্রভাব সবচেয়ে বেশি পড়বে দুর্বল ও দরিদ্র জনগোষ্ঠীর উপর।
তিনি বলেন, “বাণিজ্য যেন অস্থিরতার উৎস না হয়ে ওঠে, বরং এটি বিশ্ব উন্নয়ন ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখুক।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন, যার প্রতিক্রিয়ায় চীনও পাল্টা পদক্ষেপ নেয়। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ