
ছবি: সংগৃহীত
ইসরাইলি বাহিনীর একের পর এক বিমান ও স্থল হামলায় আবারও রক্তাক্ত হলো গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলের হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১৩৭ জন। সোমবার (স্থানীয় সময়) ভোর থেকে শুরু হওয়া এই নতুন আক্রমণের খবর জানিয়েছে আলজাজিরা ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫২ জনে, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। পাশাপাশি, সংঘাতের সময়কালীন আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জনে।
গত ১৮ মার্চ থেকে ইসরাইল ফের বিমান হামলা শুরু করার পর মার্চ মাসেই নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন ফিলিস্তিনি। এর মধ্যে দেইর আল-বালাহতে একটি বাড়িতে হামলায় নিহত ৯ জন, এবং নাসের হাসপাতালের কাছে একটি শরণার্থী তাঁবুতে হামলায় নিহত ৩ জন রয়েছেন।
এই সময়ে ইসরাইলের হামলায় অন্তত ৪ লাখেরও বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন, যারা এর আগে বাড়ি ফিরে কিছুটা স্বস্তিতে থাকার সুযোগ পেয়েছিলেন।
জাতিসংঘ জানিয়েছে, দীর্ঘমেয়াদি আগ্রাসনের ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বর্তমানে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধারে চেষ্টা চলছে।
বাংলাবার্তা/এমএইচ