ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুল্ক স্থগিত করার কোনো পরিকল্পনা তার নেই, তবে তিনি দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত রয়েছেন।
৭ এপ্রিল, সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প। শুল্ক স্থগিত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা তা ভাবছি না।” তিনি আরও জানান, অনেক দেশ তাদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী এবং এসব চুক্তি ন্যায্য হবে, কিছু ক্ষেত্রে দেশগুলো উল্লেখযোগ্য শুল্ক প্রদান করবে।
প্রসঙ্গত, গত বুধবার ট্রাম্প ঘোষণা দেন যে, তিনি সমস্ত আমদানির ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। পাশাপাশি চীন এবং ইউরোপীয় ইউনিয়নসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের ওপর আরও উচ্চতর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
এ সময় ট্রাম্প বলেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে কথা বলেছেন এবং জাপানকে তার দেশের বাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন, কারণ, “আমরা জাপানে কোনো গাড়ি বিক্রি করি না, কিন্তু তারা আমাদের দেশে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে।” তিনি যোগ করেন, “আমেরিকা অনেক দেশই তাদের সঙ্গে আলোচনা করতে চায়, তার মধ্যে ইসরাইলও রয়েছে, যাদের পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।”
এছাড়া ট্রাম্প ইসরাইলের জন্য শুল্ক কমানোর সম্ভাবনা নাকচ করে বলেন, “আমরা ইসরাইলকে অনেক সাহায্য করি, আমরা বছরে ৪ বিলিয়ন ডলার দিই। এটা অনেক টাকা।” নেতানিয়াহু এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



