
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ১৪টি দেশের জন্য জরুরি খাদ্য সহায়তা বন্ধ করে দেয়ার পর লাখ লাখ মানুষ চরম ক্ষুধা ও অনাহারের মুখে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
৮ এপ্রিল, মঙ্গলবার, আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএফপি জানায়, তাদের পরামর্শে এসব সহায়তা বন্ধ করা হয়েছে। যদিও, সংস্থাটি কোন দেশের সহায়তা বন্ধ করা হয়েছে তা উল্লেখ করেনি।
ডব্লিউএফপি এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্বেগ জানিয়ে বলেছে, “যদি এটি বাস্তবায়িত হয়, তবে চরম ক্ষুধা ও অনাহারে ভুগতে থাকা লাখ লাখ মানুষের জন্য এটি মৃত্যুদণ্ডের মতো হবে।”
ইউএনপিএফও ক্ষতির মুখে
এছাড়া, মার্কিন তহবিল হ্রাসের কারণে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনপিএফ)ও বিপাকে পড়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বন্ধ করছে—একটি আফগানিস্তানের জন্য এবং অন্যটি সিরিয়ার জন্য।
বিশ্বজুড়ে সহায়তার সংকট
সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশ তহবিল হ্রাসের ঘোষণা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক সংস্থা ও এনজিওদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে, ইউএসএআইডি, যা মার্কিন মানবিক সহায়তা প্রদান করে, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এর আগে, এ সংস্থার বার্ষিক বাজেট ছিল ৪২.৮ বিলিয়ন ডলার, যা বিশ্বজুড়ে বিতরণ করা সমস্ত মানবিক সাহায্যের ৪২ শতাংশের সমান।
বাংলাবার্তা/এমএইচ