
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কোসহ বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন এবং ইসরায়েলের হামলা বন্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের দাবি জানান। এই প্রতিবাদগুলো বিশেষ করে ইসরায়েলি আগ্রাসন এবং মার্কিন সরকারের ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনপন্থি আন্দোলন ও বিক্ষোভ
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে ৩০০টিরও বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করেন এবং ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান। প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট এবং দ্য পিপলস ফোরাম সহ বিভিন্ন সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়।
মরক্কো: ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের প্রতিবাদ
রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। তারা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের প্রতিবাদ জানান। তারা মার্কিন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং এটি জাতিগত নির্মূলের পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরেন।
তুরস্ক: আঙ্কারায় মার্কিন দূতাবাসে বিক্ষোভ
আঙ্কারাসহ তুরস্কের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। মার্কিন দূতাবাসের সামনেও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বিক্ষোভকারীরা "মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক" এবং "স্বাধীন ফিলিস্তিন চাই" স্লোগান দেন। এই বিক্ষোভ ইসরায়েলি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হিসাবে দেখা যাচ্ছে।
ফিলিস্তিনে ধর্মঘট: গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ
গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়। জাতীয় ও ইসলামি শক্তিগুলোর ডাকে এই ধর্মঘট পালন করা হয়। তাদের দাবি, ইসরায়েলের অপরাধ ও দমন-পীড়নের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাবার্তা/এমএইচ