
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অধিকাংশ দেশের ওপর আরোপিত পালটা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। তবে চীনের ওপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।
বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, এই সময়ের মধ্যে অন্যান্য দেশের জন্য শুল্ক মাত্র ১০ শতাংশ কার্যকর থাকবে। চীনের প্রতি ‘বিশ্ববাজারে অসম্মান’ দেখানোর অভিযোগ এনে তিনি জানান, চীনের ওপর নতুন শুল্ক অবিলম্বে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, “ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন।” বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, তারা দুজনই ট্রাম্পের সঙ্গে ছিলেন যখন তিনি এই ঘোষণা লিখছিলেন।
শুল্ক স্থগিত ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। ডাউ ২,২০০ পয়েন্ট বা ৫.৯%, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬.৫% ও নাসডাক ৮% পর্যন্ত বেড়েছে।
উল্লেখ্য, এই পালটা শুল্কের ঘোষণায় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ছিল। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিতের অনুরোধ করেছিলেন, যা শেষ পর্যন্ত মেনে নিয়েছেন ট্রাম্প।
বাংলাবার্তা/এমএইচ