
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকা আজ এক ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে—এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গাজাবাসী এখন অন্তহীন মৃত্যুফাঁদে আটকে রয়েছে।”
ইসরাইলের টানা দেড় বছরের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। শহরজুড়ে চলছে অবরোধ, বন্ধ খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সহায়তা।
গুতেরেস বলেন, “এক মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটাও সাহায্য প্রবেশ করেনি। ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। দখলদার শক্তি হিসেবে তাদের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।”
আলজাজিরার তথ্য অনুযায়ী, ইসরাইলি প্রতিষ্ঠান মেকোরোটের পানি সরবরাহ বন্ধের ফলে গাজার ৭০ শতাংশ পানিসংকট চলছে। গাজার শুজাইয়া এলাকার পাইপলাইনও বন্ধ।
অবরোধের পাশাপাশি নতুন হামলায় মার্চ থেকে নিহত হয়েছেন আরও ১,৪০০ জন। আহত ৩,৬০০ জনের বেশি। শুধু মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও ৫৮ জন।
এছাড়া পূর্ব জেরুজালেমে জাতিসংঘের শরণার্থী সংস্থার (UNRWA) ছয়টি স্কুল বন্ধের আদেশ দিয়েছে ইসরাইল। এতে ৮০০ শিক্ষার্থীর শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে বলেন, “যুদ্ধবিরতি ভালো ফল আনে, মানবতা রক্ষা করে।” তিনি গাজার ত্রাণকর্মীদের ‘বীর’ হিসেবেও আখ্যায়িত করেন।
বাংলাবার্তা/এমএইচ