
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের টানা বিমান হামলায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এই নতুন হামলার ফলে গাজার নাগরিকদের ওপর চলমান দুঃসহ মানবিক সংকট আরও গভীর হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের অনেকেই গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য অপেক্ষায় রয়েছেন। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের আরোপিত অবরোধের কারণে গাজায় চিকিৎসা, খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে চরম বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে সেখানে নতুন রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে গাজায় প্রায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া জরুরি। কিন্তু সীমান্ত বন্ধ থাকায় সেই প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৮৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৮৭৫ জন। তবে সরকারি তথ্যসূত্র বলছে, মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, যাদের মৃত বলেই ধরা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ