
ছবি: সংগৃহীত
গাজা যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে এবার মুখ খুলেছেন ইসরাইলি সেনারাও। শুক্রবার (১১ এপ্রিল) দেশটির সরকারি সম্প্রচার সংস্থা কেএএন জানায়, সেনাবাহিনীর বিভিন্ন অভিজাত ইউনিটের সদস্যরা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন, যেখানে সরকারকে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এই পিটিশনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে ইসরাইলের গোয়েন্দা ইউনিট ৮২০০, এলিট স্পেশাল ফোর্স সায়েরেত মাতকাল, নেভাল কমান্ডো ইউনিট শায়েতেত, এবং শালদাগসহ বিভিন্ন অভিজাত ইউনিটের সদস্যরা। কেএএন-এর প্রতিবেদন অনুযায়ী, স্বাক্ষরকারীদের প্রায় ২০-৩০ শতাংশ সক্রিয় রিজার্ভ সৈনিক।
এই পিটিশনটি এককভাবে নয়, বরং চলমান একটি ধারাবাহিক উদ্যোগের অংশ। বার্তা সংস্থা আনাদুলু জানায়, শুধুমাত্র বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ছয়টি পিটিশনে স্বাক্ষর করা হয়েছে। প্রথম পিটিশনে প্রায় এক হাজার বিমান বাহিনীর সদস্য স্বাক্ষর করেন, যার পরে এতে অংশ নেন এক হাজার শিক্ষাবিদ। পরবর্তীতে সেনাবাহিনীর সাঁজোয়া ইউনিট, নৌবাহিনীর সদস্য, সামরিক ডাক্তার ও শত শত গোয়েন্দা ইউনিট সদস্যদের স্বাক্ষর পাওয়া গেছে।
এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া স্পষ্টভাবে দেখাচ্ছে যে, যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে ইসরাইলি সরকারের সিদ্ধান্তকে অনেক সামরিক সদস্যই সমর্থন করছেন না। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, কোনো সক্রিয় সেনা সদস্য যদি এসব পিটিশনে স্বাক্ষর করে, তবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।
বাংলাবার্তা/এমএইচ