
ছবি: সংগৃহীত
ইসরাইলের মধ্যাঞ্চলজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই আগুন দ্রুত একাধিক শহরে ছড়িয়ে পড়ছে। জনসাধারণকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচলসহ একাধিক গুরুত্বপূর্ণ মহাসড়ক, এবং জরুরি অবস্থায় কার্যক্রম চালানো হচ্ছে দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সমন্বয়ে।
বুধবার (২৩ এপ্রিল) রাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক বিস্তারিত প্রতিবেদনে জানায়, দাবানলের সূচনা হয় মধ্য ইসরাইলের মোশাভ তারুম এলাকায়। এরপর বেইত শেমেশ শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি থাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি করে অ্যাডহক কমান্ড সেন্টারে এক জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বেইত শেমেশের পাশাপাশি এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন নামক শহরগুলো থেকেও মানুষজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এই শহরগুলোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লাইনের কাছাকাছি আগুন ছড়িয়ে পড়ায় ট্রেন চলাচল পুরোপুরি স্থগিত করা হয়েছে। অনেক চালক তাদের যানবাহন রাস্তায় ফেলে রেখে পরিবার নিয়ে শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
ইসরাইলি পুলিশ জরুরি সতর্কতা জারি করে জানায়, নাগরিকদের যেন দাবানলপ্রবণ এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকে এবং দায়িত্বশীল আচরণ করে। জেরুজালেম অভিমুখে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আগুনের গতিপথে থাকা মানুষজন দ্রুত সরিয়ে নেওয়া যায় এবং যান চলাচলজনিত বাধা না সৃষ্টি হয়।
ইসরাইলি ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন দমকলকর্মী এবং ২ জন সাধারণ নাগরিক। দাবানল নেভাতে ৬টি জেলার দমকল বাহিনী, ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ), উদ্ধার পরিষেবা এবং পুলিশ একযোগে কাজ করছে।
শুধু বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে মোতায়েন করা হয়েছে ১১০টি দমকল ইউনিট, ১১টি অগ্নিনির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার। ইসরাইলি বিমান বাহিনীর সহায়তায় আকাশপথেও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।
জেরুজালেম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূর হলেও সেখানে ধোঁয়ার প্রকোপে আকাশ কালো হয়ে গেছে। বাতাসে দূষণের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় নাগরিকদের মাস্ক পরা এবং বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছাকাছি একটি মহাসড়ক ধরে লোকজন হাঁটছে, চারদিকে ঘন ধোঁয়া, আর পেছনে দাউ দাউ করে জ্বলছে বনভূমি।
পুলিশ জানিয়েছে, আগুন রুট ১-এর উত্তরে ছড়িয়ে পড়েছে এবং রুট ৬-এর কাছাকাছি পেতাহিয়া ও পেদায়া শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে সেখানে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে কাজ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ইসরাইল অতীতে দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মের কারণে বেশ কয়েকবার দাবানলের মুখোমুখি হয়েছে, তবে এবারের পরিস্থিতি তুলনামূলকভাবে ভয়াবহ। আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে যেভাবে বাতাস বইছে এবং তাপমাত্রা বাড়ছে, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু আশ্বাস দিয়েছেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হচ্ছে।
তবে দেশটির নাগরিকরা এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন—তাদের দিকেই তাকিয়ে আছে সমগ্র জাতি।
বাংলাবার্তা/এমএইচ