ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই গোলাগুলি নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ঘটেছে, যেখানে শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রথম এই খবর প্রকাশ করেছে।