ছবি: বাংলাবার্তা
একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মচারী হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে ১১তম থেকে ১৬তম গ্রেড পর্যন্ত মোট ৯৮ জনকে ৬ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে এই আবেদন শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে এক নম্বরে ফার্মাসিস্ট পদে নিয়োগ দিবে ৮ জন। শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে এসএসসি বা সমমান পাশ। সেই সাথে ফার্মেসিতে তিন বছরের ডিপ্লোমা পাশসহ কম্পিউটার চালনোর পারদর্শী হতে হবে। (গ্রেড-১১)
আরও পড়ুন>>জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড
দুই. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট, পদসংখ্যা: ল্যাবরেটরি-২৫, ডেন্টাল-১১, রেডিওলজি-১৪, ফিজিওথেরাপি-১৩, ব্লাড ব্যাংক-৪, মোট ৬৭ জন।
আবেদনের জন্য এসএসসি বা সমমান পাশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা সার্টিফিকেটসহ কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে। (গ্রেড-১১)
তিন. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ৬ জন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে (গ্রেড-১৩)।
চার. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর পদে ২ জনকে নিয়োগ।
এই পদে আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ। কম্পিউটার পরীক্ষায় পাশ করতে হবে। (গ্রেড-১৬)
পাঁচ. পদের নাম: টিকিট ক্লার্কে ৮ জনকে নিয়োগ।
টিকিট ক্লার্ক পদে এইচএসসি বা সমমান পাশসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। (গ্রেড-১৬)।
ছয়. ৭ জন জনবল নেবে স্টেরিলাইজার অপারেটরে।
এই পদের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবে। এছাড়াও মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটসহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। (গ্রেড-১৬)।
বয়সসীমা : এই পদে আবেদন করতে হলে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। আর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত।
আবেদন করবেন যেভাবে : যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটে http://skh.teletalk.com.bd গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি ১ ও ২ নম্বর পদের জন্য তিনশত টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা। আর ৩-৬ নাম্বার পদের জন্য দু’শত টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত চলবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাবার্তা/এআর