ছবি: বাংলাবার্তা
নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। দুই পদে মোট ৩০ জনের নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে।
এক. সহকারী জেনারেল ম্যানেজার পদে মোট ২৬ জনকে নিয়োগ দিবে।
আরও পড়ুন>>এইচএসসি পাসে বিমান মন্ত্রণালয়ে চাকরি
এ পদে আবেদন যোগ্যতা হল : ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তিতে বিএসসি ডিগ্রি।
দুই. সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) পদে মোট ৪ জন নিয়োগ দিবে।
এই পদে আবেদন করতে যে যোগ্যতা প্রয়োজন : কৃষি প্রকৌশল/ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/অ্যাপ্লাইড ফিজিক্স/ফিজিক্সে ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি।
আবেদন করবেন যেভাবে
প্রার্থীদের www.brebhr.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ছয়শত ঊনসত্তর টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
বয়সসীমা
১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদনের শেষ সময়: ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ বিকাল ৫টা পর্যন্ত চলবে এ আবেদন।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/এআর