ছবি: বাংলাবার্তা
একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মোট ২৩ জনকে ৯ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে এই আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>ট্রেইনি রিক্রুট কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ
বিজ্ঞপ্তিতে এক নাম্বারে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) পদে দুই জনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজিতে (রেডিওগ্রাফি) ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে। গ্রেড-১১
দুই. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), পদ সংখ্যা: ১১
এ পদে স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাব) ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। গ্রেড-১১
তিন. পদের নাম: পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা: ১
এ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গ্রেড-১৪
চার. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান, পদ সংখ্যা: ১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কিংবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারীরা এ পদে আবেদন করতে পারবেন। গ্রেড-১৪
পাঁচ. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা: ১
এ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানে দ্বিতীয় শ্রেণির ফলাফল অর্জনকারীরা আবেদন করেতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালনা ও টাইপিংয়ে ভালো পারদর্শীতা থাকতে হবে। গ্রেড-১৪
ছয়. পদের নাম: স্টোর কিপার, পদ সংখ্যা: ১
এইচএসসির সার্টিফিকেট থাকলেই এ পদে আবেদন করা যাবে। গ্রেড-১৬
সাত. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা: ১
এ পদেও এইচএসসির সার্টিফিকেটসহ কম্পিউটার পরিচালনা ও টাইপিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। গ্রেড-১৬
আট. পদের নাম: ক্যাশিয়ার, পদ সংখ্যা: ১
এ পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। গ্রেড-১৬
নয়. পদের নাম: অফিস সহায়ক, পদ সংখ্যা: ৪
এ পদে এসএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন। গ্রেড-২০
আবেদন করবেন যেভাবে : চাকরি প্রত্যাশীরা এই ওয়েবসাইটে গিয়ে mumc.teletalk.com.bd আবেদন করতে পারবেন।
বয়সসীমা : এই পদে আবেদন করতে হলে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ৩২ বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: টেলিটকের মাধ্যমে ১ ও ২ নম্বর পদের জন্য তিনশত পয়ত্রিশ টাকা, ৩-৮ নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা, ৯ নম্বর পদের জন্য একশত বারো টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
ডাটা অপারেটর নেবে মাইক্রোক্রেডিট অথরিটি
জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড
বাংলাবার্তা/আরইউ