ছবি: বাংলাবার্তা
পাঁচ পদে ১৯ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ১৩তম থেকে ২০তম পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
আরও পড়ুন>>এইচএসসি পাসে বিমান মন্ত্রণালয়ে চাকরি
বিজ্ঞপ্তিতে এক নাম্বারে সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় ও টাইপিংয়ে পারদর্শী হতে হবে। গ্রেড-১৩
দুই.পদের নাম: ড্রাফটসম্যান, পদসংখ্যা ১ গ্রেড-১৩
যোগ্যতা: প্রার্থীকে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পুরোকৌশলে ডিপ্লোমা ডিগ্রি এবং এইচএসসির সার্টিফিকেট থাকতে হবে।
তিন. পদের নাম: ক্যাশিয়ার, পদ সংখ্যা ১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় ও টাইপিংয়ে দক্ষ হতে হবে। গ্রেড-১৪
চার. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা: ৫
যোগ্যতা: এইচএসসির সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে পারদর্শী হতে হবে। গ্রেড-১৬
পাঁচ. পদের নাম: অফিস সহায়ক, পদ সংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি পাস করলেই এ পদে আবেদন করা যাবে। গ্রেড-২০
বয়সসীমা :সাধারণ প্রার্থীদের জন্য বয়স ৩০ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর হবে।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য আলাদা ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদন যেভাবে: প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে http://mofood.teletalk.com.bd আবেদন করবেন।
আবেদনের শেষ সময় : ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ