ছবি: বাংলাবার্তা
অফিসার পদে চিকিৎসক নিয়োগ দিতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেনাবাহিনীর ৮৩তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৯তম ডিএসএসসি (এডিসি) কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
শুক্রবার (১৯ জানুয়ারি) অফিসার পদে আবেদন শুরু হয়েছে।
পদের নাম: অফিসার (চিকিৎসক)
যোগ্যতা: আর্মি মেডিক্যাল কোর (নারী বা পুরুষ): এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকা লাগবে। ইংরেজি মাধ্যমের হলে ও-লেভেলের ৬ বিষয়ের মধ্যে ৩টিতে এ-গ্রেড, বাকি ৩টিতে বি-গ্রেড। এমনকি এ-লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে এ-গ্রেড অন্যটিতে বি-গ্রেড পেয়ে পাশ করতে হবে।
আরও পড়ুন>>৩ ক্যাটাগরিতে ১৫৪ জন নেবে পানি উন্নয়ন বোর্ড
এছাড়াও আর্মি ডেন্টাল কোরের (নারী বা পুরুষ) জন্যে বিডিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকা লাগবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে ৬ বিষয়ের তিন বিষয়ে এ-গ্রেড বাকি তিনটিতে বি-গ্রেড। আর এ-লেভেলের ২ বিষয়ের একটিতে এ-গ্রেড ও আরেকটিতে বি-গ্রেড পেয়ে পাশ করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই ওয়েবসাইটে গিয়ে https://joinbangladesharmy.army.mil.bd/ আবেদন করতে পারবেন।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: প্রার্থীকে আবেদন ফি এক হাজার টাকা এবং রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা মোট ২ হাজার টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ