ছবি: বাংলাবার্তা
১৭ বিভাগে শিক্ষক নেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ২২ জনকে নিতে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>ডুয়েটে চাকরির সুযোগ, সময় আছে ২ দিন
> মৃত্তিকা বিজ্ঞান ও মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক নেওয়া হবে।
> অন্যান্য বিভাগ ও পদ সংখ্যা
কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি-১, ফসল উদ্ভিদবিদ্যা-১, কীটতত্ত্ব-১, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-১, মেডিসিন-১, সার্জারি এন্ড রেডিওলজি-১, কৃষি অর্থসংস্থান ও সমবায়-১, ফরেস্ট ইকোলজি-২, সিলভিকালচার-২, উড সায়েন্স এন্ড টেকনোলজি-২, ফরেস্ট প্রটেকশন-২, ফরেস্ট পলিসি এন্ড ম্যানেজমেন্ট-১, ন্যাচারাল রিসোর্স এন্ড কনসারভেশন-১, রিমোট সেনসিং এন্ড জিওগ্র্যাফিক্যাল ইনফরমেশন সিস্টেম-১, এনভাইরনমেন্টাল হ্যাজ্যার্ড এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট-২
অন্যান্য বিষয়: চাকরির ধরন-স্থায়ী, নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে গাজীপুরে।
যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গিয়ে www.bsmrau.edu.bd থেকে সংগ্রহ করতে পারবেন।
আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সালনা, গাজীপুর-১৭০৬।
আবেদন ফি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক গাজীপুর শাখার উপর ছয়শত টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনের সময়সীমা: ফেব্রুয়ারি ১৮ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ