ছবি: বাংলাবার্তা
১২ ক্যাটাগরিতে ৮২ জনকে নিয়োগ দিতে চায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। ১৩ থেকে ১৬তম নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ প্রতিষ্ঠানটি। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।
আরও পড়ুন>>চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৪ জনের নিয়োগ
বিজ্ঞপ্তিতে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুইজনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। গ্রেড-১৩
দুই. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ৫
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে।কম্পিউটার টাইপিংয়ে ভালো পারদর্শী হতে হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। গ্রেড-১৩
তিন. পদের নাম: ড্রাফটসম্যান, পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস থাকলেই আবেদন করা যাবে। এছাড়াও স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদ লাগবে। গ্রেড-১৫
চার. পদের নাম: সহকারী রেকর্ড কিপার, পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে এমএস অফিস চালনায় দক্ষ হতে হবে। গ্রেড-১৬
পাঁচ. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার দক্ষতা। গ্রেড-১৬
৬. পদের নাম: স্টোর কিপার, পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ। কম্পিউটারে এমএস অফিস চালনায় অভিজ্ঞ। গ্রেড-১৬
সাত. পদের নাম: সাব-সার্ভেয়ার, পদসংখ্যা: ২১
যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সার্টিফিকেট থাকতে হবে। গ্রেড-১৬
আট. পদের নাম: কম্পিউটার, পদসংখ্যা: ৩০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার দক্ষতা। গ্রেড-১৬
নয়. পদের নাম: বাউন্ডারি আমিন, পদসংখ্যা: ১৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে জরিপ বিষয়ে ৬ মাসের ট্রেড কোর্স সনদ থাকতে হবে। গ্রেড-১৬
দশ. পদের নাম: জিংক কারেক্টর, পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। গ্রেড-১৬
এগারো. পদের নাম: প্রিন্টার, পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (প্রিন্টিং টেকনোলজি) বা কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি প্রিন্টিং কাজে পারদর্শী। গ্রেড-১৬
বারো. হিসাব সহকারী, পদসংখ্যা: ১
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিস চালনায় পারদর্শী হতে হবে। গ্রেড-১৬
আবেদন করবেন যেভাবে: চাকরি প্রত্যাশীরা এই ওয়েবসাইটে গিয়ে http://dlrs.teletalk.com.bd/ আবেদন করতে পারবেন।
আবেদন ফি : অনলাইনে আবেদন ফরম পূরণের পর টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে ১-১২ নাম্বার পদের জন্য দুইশত তেইশ টাকা মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ