ছবি: বাংলাবার্তা
ব্যবস্থাপনা পরিচালক নেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)। এ বিষয়ে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি বা ডাকযোগে আবেদন জমা দিতে হবে।
রোববার (২৮ জানুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ কর্মকর্তার চাকরি
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাজীবনে কমপক্ষে ২টিতে প্রথম বিভাগসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা ও অভিজ্ঞতা: প্রার্থীর বয়স ৫০ থেকে ৬০ বছর হবে। বেসরকারি সেক্টর এবং এসএমই সেক্টরে প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য বিষয়: প্রার্থীকে দারিদ্র্য বিমোচন, জনসাধারণের আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বৃদ্ধি এবং সরকারী ও বেসরকারী খাতে শিল্পায়নে তাঁর অবদানের বিষয় আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এছাড়াও শিল্পায়ন অথবা এসএমই উন্নয়নে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স শিথিল করা হতে পারে।
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭) ই৫/সি-১ আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
ফি: এসএমই ফাউন্ডেশন জেনারেল একাউন্টস বরাবর এক হাজার টাকা পে অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত আবেদন পাঠানো যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ