ছবি: বাংলাবার্তা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এলামস)। ১৭টি পদে ১৭ জনকে নেওয়া হবে। চাকরি প্রত্যাশীদের সরাসরি বা ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>সামরিক অধিদপ্তরে চাকরি
বিজ্ঞপ্তিতে এক নম্বর পদে ল্যান্ড সিস্টেম স্পেশিয়ালিষ্ট, পদ সংখ্যা-১
শিক্ষাগত যোগ্যতা: যোকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, প্রকল্পে বা প্রোগ্রামে ডিজিটাল সিস্টেমে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স-৬৫ বছর।
২. ল্যান্ড পলিসি স্পেশিয়ালিষ্ট, ৩. ল্যান্ড সার্ভিসেস স্পেশিয়ালিষ্ট, ৪. ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট স্পেশিয়ালিষ্ট।
পদ সংখ্যা: প্রতিটি পদেই একজন করে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যোকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তক ডিগ্রিসহ সরকারি প্রতিষ্ঠানে ভূমি ব্যবস্থাপনা, জরিপ ও ভূমি নিবন্ধন কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স-৬৫ বছর।
৫. স্মার্ট মিউটেশন কনসালটেন্ট ৬. স্মার্ট এলডি ট্যাক্স কনসালটেন্ট ৭. কমপ্লেইন ম্যানেজমেন্ট কনসালটেন্ট ৮. ল্যামস ও কেইস ম্যানেজমেন্ট কনসালটেন্ট ৯. স্মার্ট রেকর্ড ও ম্যাপ কনসালটেন্ট ১০. ডিজিটাল ম্যাপ প্রসেসিং কনসালটেন্ট ১১. ডিজিটাল সার্ভে কনসালটেন্ট ১২. প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট ১৩. সাইবার সিকিউরিটি ও সিস্টেম অডিট কনসালটেন্ট এবং ১৪. ডাটা ফর ইম্প্যাক্ট কনসালটেন্ট।
পদ সংখ্যা: প্রতিটি পদেই একজন করে নেওয়া হবে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি সফটওয়্যার ডেভলপমেন্ট কাজে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে।
১৫. ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ও স্মার্ট সার্ভিসেস কনসালটেন্ট, পদ সংখ্যা-১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি সফটওয়ার ডেভলপমেন্ট কাজে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। বয়স-৩৫ বছর।
১৬. কনটেন্ট ডেভেলপমেন্ট ও কানেকটিং সিটিজেনস কনসালটেন্ট, পদ সংখ্যা-১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসসহ সফটওয়ার বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স-৬৫ বছর।
১৭. ল্যান্ড রেজিস্ট্রেশন, লীজ ও সেটেলমেন্ট কনসালটেন্ট, পদ সংখ্যা-১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসসহ সফটওয়ার বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স-৬৫ বছর।
যেভাবে আবেদনপত্র সংগ্রহ: এই ওয়েবসাইট থেকে https://minland.gov.bd/আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: এই [email protected] ঠিকানায় বা কর্মসূচি পরিচালক, এলামস, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
আবেদনের সময়সীমা: ২৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ