ছবি: বাংলাবার্তা
জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। ২৫ ক্যাটাগরিতে ৪৩ জনকে নেওয়া হবে। চাকরি প্রত্যাশীদের অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং তা সরাসরি জমা দিতে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>রেজিস্ট্রার নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১. পদের নাম: সহকারী অধ্যাপক (আইপিই), পদসংখ্যা: ১, গ্রেড-৬
২. পদের নাম: প্রভাষক (ফেব্রিক), পদসংখ্যা: ১, গ্রেড-৯
৩. পদের নাম: প্রভাষক (কম্পিউটার), পদসংখ্যা: ১, গ্রেড-৯
৪. পদের নাম: প্রভাষক (পরিসংখ্যান), পদসংখ্যা: ১, গ্রেড-৯
৫. পদের নাম: প্রভাষক (ইংরেজি), পদসংখ্যা: ১, গ্রেড-৯
৬. পদের নাম: লাইব্রেরিয়ান, পদসংখ্যা: ১, গ্রেড-৩
৭. পদের নাম: চিফ মেডিকেল অফিসার, পদসংখ্যা: ১, গ্রেড-৩
৮. পদের নাম: সহকারী পরিচালক (পরিকল্পনা), পদসংখ্যা: ১, গ্রেড-৭
৯. পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার, পদসংখ্যা: ১, গ্রেড-৯
১০. পদের নাম: সেকশন অফিসার, পদসংখ্যা: ১, গ্রেড-৯
১১. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার, পদসংখ্যা: ১, গ্রেড-৯
১২. পদের নাম: ফিজিক্যাল ইন্সট্রাক্টর, পদসংখ্যা: ১, গ্রেড-৯
১৩. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা, পদসংখ্যা: ২, গ্রেড-১০
১৪. পদের নাম: ড্রাফটসম্যান, পদসংখ্যা: ১, গ্রেড-১১
১৫. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ২, গ্রেড-১১
১৬. পদের নাম: কেয়ারটেকার, পদসংখ্যা: ১, গ্রেড-১৩
১৭. পদের নাম: নার্স, পদসংখ্যা: ১, , গ্রেড-১৩
১৮. পদের নাম: সহকারী হিসাবরক্ষক, পদসংখ্যা: ১, গ্রেড-১৬
১৯. পদের নাম: সহকারী ক্যাশিয়ার, পদসংখ্যা: ১, গ্রেড-১৬
২০. পদের নাম: ফটোকপি অপারেটর, পদসংখ্যা: ১, গ্রেড-১৬
২১. পদের নাম: স্কিল্ড ওয়ার্কার, পদসংখ্যা: ৭, গ্রেড-১৭
২২. পদের নাম: ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট, পদসংখ্যা: ৭, গ্রেড-১৯
২৩. পদের নাম: কুক, পদসংখ্যা: ৩, গ্রেড-১৯
২৪. পদের নাম: অফিস সহায়ক, পদসংখ্যা: ২, গ্রেড-২০
২৫. পদের নাম: সিকিউরিটি গার্ড, পদসংখ্যা: ২, গ্রেড-২০
আবেদন করবেন যেভাবে: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে https://www.butex.edu.bd/ আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পাশাপাশি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।
আবেদন ফি: সোনালী ব্যাংকের যেকোন শাখা থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, হিসাব নম্বর ০১২৪২০০০০২১৮৩, সোনালী ব্যাংক লি: তেজগাঁও শি/এ শাখা, ঢাকা এর অনুকূলে ১ নং থেকে ১২ নং পদের জন্য ছয়শত টাকা, ১৩ নং পদের জন্য পাঁচশত টাকা, ১৪ ও ১৫ নং পদের জন্য তিনশত টাকা, ১৬ থেকে ২১ নং পদের জন্য দুইশত টাকা এবং ২২ থেকে ২৫ নং পদের জন্য একশত টাকা পাঠাতে হবে এবং কস্ট মেমোর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।
আবেদনের সময়সীমা: ২৫ ফেব্রুয়ারি অফিস সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ