ছবি: বাংলাবার্তা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৪ বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে লোকবল নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং তা ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
১. পদের নাম: সহযোগী অধ্যাপক (ইংরেজী বিভাগ), পদ সংখ্যা: ১
২.পদের নাম: সহযোগী অধ্যাপক (হিসাব বিজ্ঞান বিভাগ), পদ সংখ্যা: ২
৩. পদের নাম: সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা বিভাগ), পদ সংখ্যা: ২
৪.পদের নাম: সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক (পরিসংখ্যান বিভাগ), পদ সংখ্যা: ১ ও ২
আবেদন ফি: ভাইস চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড মাভাবিপ্রবি শাখা, সন্তোষ, টাঙ্গাইল এর উপর দরখাস্ত ফি বাবদ সোনালী ব্যাংক লিমিটেডের যেকোন শাখা থেকে ৮০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।
আবেদনপত্র সংগ্রহ: এই ওয়েবসাইট থেকে https://mbstu.ac.bd/ অথবা রেজিস্ট্রার অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদন পাঠানোর ঠিকানা: ভাইস চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২
আবেদন জমাদান: ৬ মার্চ পর্যন্ত অফিস সময়ের ভিতর আবেদন জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>