ছবি: বাংলাবার্তা
স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পে লোকবল নেওয়া হবে। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জের তারাব পৌরসভা। আগ্রহীদের সরাসরি আবেদন করতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>২৪ জন নেবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বিজ্ঞপ্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক পদে একজনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস শিশুরোগ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েটধারী হতে হবে। পাশাপাশি শিশুরোগ বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: প্রশাসনিক সহকারী, পদ সংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
৩. পদের নাম: সার্ভিস প্রমোটর, পদ সংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞতা থাকতে। এ পদে শুধু মহিলারা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬০ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্র সংগ্রহ: প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে https://www.tarabopaurashava.com/ আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: মেয়র, তারাব পৌরসভা, রূপগঞ্জ নারাগঞ্জ
বরাবর আবেদন পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা: ২৭ ফেব্রুয়ারি অফিস সময়ের ভিতর জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ