ছবি: বাংলাবার্তা
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ১৩ জন শিক্ষক নেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি)। এসব পদে শিক্ষক নিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। চাকরি প্রত্যাশীদের অনলাইনে আবেদপত্র পূরণ করতে হবে। পরে তা ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছ।
আরও পড়ুন>> ৭ ক্যাটাগরিতে সিলেট ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ
সাত বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে মোট ১৩ জন শিক্ষক নেওয়া হবে।
এক. পরিসংখ্যান বিভাগ (অধ্যাপক)-১ জন
দুই. ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (অধ্যাপক)-২ জন
তিন. মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ (অধ্যাপক)-১ জন
চার. ইতিহাস ও সভ্যতা বিভাগ (অধ্যাপক)-১ জন; (সহযোগী অধ্যাপক)-২ জন
পাঁচ. গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (অধ্যাপক)-১ জন
ছয়. শিক্ষা বিভাগ (অধ্যাপক)-১
সাত. ইনস্টিটিউট ফর ইনটিগ্রেটেড স্টাডিজ অন দি সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেম (সহযোগী অধ্যাপক)-১ জন
আবেদন যেভাবে: আগ্রহীরা ku.ac.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর প্রিন্টকৃত আবেদন ফরম ডাউনলোড করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
ফি: ৬০০ টাকা ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৭ মার্চ পর্যন্ত অফিস সময়ের ভিতর আবেদন পাঠাতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ