ছবি: বাংলাবার্তা
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) জনবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ ক্যাটাগরিতে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরি প্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু।
আরও পড়ুন>>২ পদে ১৩ জন শিক্ষক নেবে খুবি
বিজ্ঞপ্তিতে এক নাম্বারে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) পদে ১ জনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ অন্যান্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও পেট্রোলিয়াম বা খনিজ অনুসন্ধান, উন্নয়ন, গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এবং গবেষণাকাজে ১২ বছরের অভিজ্ঞতা লাগবে। তবে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা ৩ বছর পর্যন্ত শিথিল করা হবে। গ্রেড-৪
২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও), পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং পিএইচডি ডিগ্রি অথবা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গ্রেড-৯
৩. পদের নাম: হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে। পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। গ্রেড-১৩
বয়সসীমা: সাধারন প্রার্থীর বয়স হবে ৩০ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীদের এই ওয়েবসাইটের http://bpi.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ ও ২ নং পদের জন্য ৬৬৯ টাকা এবং ৩ নং পদের জন্য ২২৩ টাকা টেলিটক প্রিপেইড থেকে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৯ মার্চ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ