ছবি: বাংলাবার্তা
জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয়, সাতক্ষীরা। ৮ পদে (গ্রেড-১৩ থেকে ১৬) ১২৮ জনকে নেওয়া হবে। চাকরি প্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে হবে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>একাধিক পদে জনবল নেবে বিএসএমআরইউ
বিজ্ঞপ্তিতে এক নাম্বারে কম্পিউটার-অপারেটর পদে ২ জনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে অভিজ্ঞতাসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। গ্রেড-১৩
দুই. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার-অপারেটর, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার চালনা ও টাইপিংয়ে পারদর্শীতাসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। গ্রেড-১৪
তিন. পদের নাম: পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি ও গণিতে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। গ্রেড-১৪
চার. পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। গ্রেড-১৫
পাঁচ.পদের নাম: স্টোর কিপার, পদ সংখ্যা: ৬
যোগ্যতা: এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। এছাড়াও এ পদধারীদের সরকারী বিধি অনুযায়ী জামানত দিতে হবে। গ্রেড-১৬
ছয়. পদের নাম: স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা: ১০৮
যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড-১৬
সাত. পদের নাম: ডার্করুম এসিস্ট্যান্ট, পদের নাম: ১
যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড-১৬
আট. পদের নাম: ড্রাইভার, পদ সংখ্যা: ৪
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসসহ বৈধ লাইসেন্স থাকতে হবে। গ্রেড-১৬
বয়সসীমা: সাধারন প্রার্থীর বয়স হবে ৩০ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই ওয়েবসাইটে গিয়ে http://cssat.teletalk.com.bd/ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আবেদনের৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ২২৩ টাকা
পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ