ছবি: বাংলাবার্তা
একাধিক পদে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। চাকরি প্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু।
আরও পড়ুন>>সিভিল সার্জনের কার্যালয়ে ১২৮ জনের চাকরি
বিজ্ঞপ্তিতে এক নাম্বারে সহকারী পরিচালক (ট্রাফিক) পদে একজনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গ্রেড-৯
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন), পদ সংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গ্রেড-৯
৩. পদের নাম: সহকারী প্রকৌশী (সিভিল), পদ সংখ্যা: ১
যোগ্যতা: পুরো কৌশল (সিভিল) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেড-৯
৪. পদের নাম: জনসংযোগ কর্মকর্তা, পদ সংখ্যা: ১
যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক পাস হতে হবে। গ্রেড-১০
৫. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), পদ সংখ্যা: ১
যোগ্যতা: কারিগরী শিক্ষা বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং(সিভিল) পাস হতে হবে। গ্রেড-১০
৬. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা: ১
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গ্রেড-১১
৭. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড-১২
৮. পদের নাম: ট্রাফিক পরিদর্শক, পদ সংখ্যা: ৯
যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস হতে হবে। গ্রেড-১২
৯. পদের নাম: অডিটর, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস হতে হবে। গ্রেড-১২
১০. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা: ৭
যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার টাইপিংয়ে পারদর্শী হতে হবে। গ্রেড-১৩
১১. পদের নাম:ওয়্যারহাউজ, পদ সংখ্যা: ৪৭
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। গ্রেড-১৩
১২. পদের নাম: ক্যাশিয়ার, পদ সংখ্যা: ৩
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। গ্রেড-১৪
১৩. পদের নাম: অফিস সহায়ক, পদ সংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। গ্রেড-২০
বয়সসীমা: সাধারন প্রার্থীর বয়স হবে ৩০ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই ওয়েবসাইটে গিয়ে http://bsbk.teletalk.com.bd/ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য ৬০০ টাকা, ৪ ও ৫ নং পদের জন্য ৫০০ টাকা, ৬ থেকে ৯ নং পদের জন্য ৩০০ টাকা, ১০ থেকে ১২ নং পদের জন্য ২০০ টাকা এবং ১৩ নং পদের জন্য ১০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ