বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক)। ছবি : বাংলাবার্তা
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জনবল নেবে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক)। ৩ ক্যাটাগরিতে ৩ জনকে নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ১০টা থেকে আবেদন শুরু।
আরও পড়ুন>>৭৫ জন নেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ
এক. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার, পদ সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড-৯ম
দুই. পদের নাম: লাইব্রেরী এসিস্ট্যান্ট, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনন্সিটিউট থেকে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণীতে ডিপ্লোমা থাকতে হবে। গ্রেড-১৩
তিন. পদের নাম: ড্রাইভার, পদ সংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসসহ বৈধ লাইসেন্স থাকতে হবে। এছাড়াও
হালকা ও ভারী যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড-১৬
বয়সসীমা: সাধারন প্রার্থীর বয়স হবে ৩০ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই ওয়েবসাইটে গিয়ে http://bansdoc.teletalk.com.bd/ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: টেলিটক-প্রি পেইডে ১ নং পদের জন্য ৬৬৯ টাকা, ২ ও ৩ নং পদের জন্য ২২৩ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ